Madhyamik Bengali Question Paper 2020
Madhyamik, the Class 10 School leaving examination, is conducted by the West Bengal Board of Secondary Education (WBBSE). The examination is held in the month of February 2020. Each paper started on each day from 11.45 A.M to 3.00 P.M
Students can download the syllabus and the model question papers from the official website of West Bengal Board of Secondary Education. Here is the link is provided http://www.wbbse.org/.
Having the knowledge of previous years question papers of Madhyamik Pariksha is essential for achieving the best performance. At the Vision Success (website), you can view or even can downloaded in PDF form, the previous year question papers. This post provides you the Madhyamik Bengali Question Paper
Madhyamik Question Papers Year wise | |
Madhyamik Question Paper 2020 | |
Madhyamik Question Paper 2019 | |
Madhyamik Question Paper 2018 |
Madhyamik
Question Paper 2020 Solved |
|
Bengali 2020 |
|
Solved Part A |
Download |
Solved Part B |
Download |
Vision Success
West Bengal Board Secondary Education
১। সঠিক উত্তরটি নির্বাচন করাে : ১ x ১৭ = ১৭
১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন –
(ক) জগদীশবাবুর বাড়ি
(খ) চকের বাসস্ট্যাণ্ডে
(গ) দয়ালবাবুর লিচুবাগানে
(ঘ) চায়ের দোকানে
১.২ নদেরচাঁদের বয়স
(ক) পঁচিশ বছর
(খ) ত্রিশ বছর।
(গ) পঁয়ত্রিশ বছর
(ঘ) চল্লিশ বছর।
১.৩ ছােটোমাসি তপনের থেকে কত বছরের বড়াে --
(ক) বছর পাঁচেকের
(খ) বছর আষ্টেকের
(গ) বছর দশেকের
(ঘ) বছর বারাের
১.৪ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’-এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে ?
(ক) প্রথম সর্গ,
(খ) তৃতীয় সর্গ
(গ) নবম সর্গ
(ঘ) পঞম সর্গ
১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন। দেখতে পারল না?
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত হলুদ দেবতারা
১.৬ গান বাঁধবে সহস্র উপায়ে” — কে গান বাঁধবে ?
(ক) চিল
(খ) কোকিল
(গ) শকুন
(ঘ) ময়ূর,
১.৭ পালকের কলমের ইংরেজি নাম হ’ল —
(ক) স্টাইলাস
(খ) ফাউন্টেন পেন
(গ) কুইল
(ঘ) রিজার্ভার পেন কি
১.৮ কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন -
(ক) প্রাবন্ধিক
(খ) দার্শনিক
(গ) গল্পকার |
(ঘ) নাট্যকার
১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি
(ক) রবীন্দ্রনাথের
(খ) বঙ্কিমচন্দ্রের
(গ) কালিদাসের
(ঘ) বিদ্যাসাগরের
১.১০ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি ?
(ক) জন্য
(খ) খানা
(গ) টি।
(ঘ) গাছা
১.১১ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে -
(ক) পূর্ব পদের
(খ) উভয় পদের
(গ) পর পদের
(ঘ) অন্য পদের
১.১ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) কর্তৃ কারক
(ঘ) অপাদান কারক
১.১৩ ফেলাইলা কনক-বলয় দুরে। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল –
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলােপী কর্মধারয়
১.১৪ বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ এটি কী ধরনের বাক্য ?
(ক) অনুজ্ঞাসূচক বাক্য।
(খ) নির্দেশক বাক্য।
(গ) বিস্ময়সূচক বাক্য,
(ঘ) প্রশ্নবােধক বাক্য
১.১৫ ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি। এটি কোন্ শ্রেণির বাক্য? (ক) সরল বাক্য।
(খ) যৌগিক বাক্য।
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১.১৬ জগদীশবাবু সিড়ি ধরে নেমে যান’ – বাক্যটির ভাববাচ্যের রূপ হল -
(ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়।
(খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়।
(গ) জগদীশবাবু সিড়ি ধরে নামেন।
(ঘ) জগদীশবাবু সিড়ি ধরে নেমে আসেন
১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পা এটি কোন বাচ্যের উদাহরণ -
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
২। কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দা ১৯x১=১৯
২.১ যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.১১“বড়াে ভয় করিতে লাগিল নদেরর্চাদের”— নদেরর্চাদের কেন ভয় করতে লাগল ? ২.১২“অমৃত ফতােয়া জারি করে দিল,”— অমৃত কী ‘ফতােয়া’ জারি করেছিল ? ২.১.৩“বুড়ােমানুষের কথাটা শুনেনা।” – বুড়ােমানুষের কোন্ কথা শুনতে বলা হয়েছে ? ২.১.৪“আপনি কি ভগবানের চেয়েও বড়াে ?” -- বক্তা একথা কাকে বলেছিলেন ? ২.১৫“আজ যেন তাঁর জীবনের সবচেয়ে দুঃখের দিন।” - বক্তার কোন্ দিনটি সবচেয়ে
দুঃখের ?
২.২ যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪।
২.২.১“এল ওরা লােহার হাতকড়ি নিয়ে,” ওরা কারা ?
২.২.২“হায়, বিধি বাম মম প্রতি।” — বক্তার এমন। মন্তব্যের কারণ কী ?
২.২.৩ “তােমায় নিয়ে বেড়াবে গান” — গান কোথায় বেড়াবে ?
২.২.৪ “ধ্বংস দেখে ভয় কেন তাের ?” কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ?
২১২,৫‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – ‘মা ' শব্দের অর্থ কী?
২.৩ যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩
২.৩.১“তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।” – কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি’? ২.৩.২ “লাঠি তােমার দিন ফুরাইয়াছে।” কথাটি কে বলেছিলেন।
২.৩.৩ “এতে রচনা উৎকট হয়।” – রচনা ‘উৎকট হয় কীসে ?
২.৩.৪ প্রয়ােজনমতাে বাংলা শব্দ পাওয়া না গেলে কী। করা উচিত বলে লেখক মনে রেছেন?
২.৪ যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=r
২.৪.১ তির্যক বিভক্তি কাকে বলে ?
২.৪.২ সম্বন্ধপদ কারক নয় কেন ?
২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৪ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। ২.৪৫ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয়।
করাে ? “পৃথিবী হয়তাে বেঁচে আছে।”
২.৪.৬ উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে ?
“ওরা ভয়ে কাঠ হয়ে গেল।” ২.৪.৭ সূর্য পশ্চিমদিকে উদিত হয়।
বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?
২.৪.৮ “বহুরুপী’ – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করাে।
২৪.৯ ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। — জটিল বাক্যে পরিবর্তন করাে।
২.৪.১০‘নদীর ধারে তার জন্ম হইয়াছে। – কর্তৃবাচ্যে পরিণত করাে।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬
৩.১ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ১x৩ ৩১১“ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায় ? ১+২
৩.১.২“সে ভয়ানক দুর্লভ জিনিস।” – কোন জিনিসের কথা বলা হয়েছে ? তা দুলর্ভ কেন ?
১+২
৩.২ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ১x৩=৩
৩.২.১ “এসাে যুগান্তের কবি,” যুগান্তের কবি’কে কেন আহবান করা হয়েছে ?
৩.২২“সে জানত না আমি আর কখনাে ফিরে আসব না।” -- ‘সে’ কে ? ‘আমি আর।
কখনাে ফিরে আসব না’ বলার কারণ কী ? ১+২
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও ?
৪.১ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।” কে, কাকে শিখিয়েছে ? ‘খাঁটি জিনিস’ বলতে কী। বােঝানাে হয়েছে ? ২+৩
৪.২ “তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গােপন করিল”— কে হাসি গােপন করল ? তার হাসি পাওয়ার কারণ কী ? ১+৪
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১ “অভিষেক করিলা কুমারে।”— ‘কুমার’ কে ? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলােচনা করাে। ১+৪
৫.২“আয় আরাে বেঁধে বেঁধে থাকি”- কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখাে।
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”— লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন?
“আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।” বক্তার আসল নাম কী ? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করাে।
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্র দাও :
১ “এইবার হয় তাে শেষ যুদ্ধ।”— কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন ? ১+৩
৭.২ “দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।” বক্তা কে ? তারা কেন দরবার ত্যাগ করতে চান ? ১+৩
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও :
৮১ “ফাইট কোনি, ফাইট” – সাধারণ সাঁতার থেকে ৫x২=১০
চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ।
৮.২ “ক্ষিন্দা, এবার আমরা কী খাব ?”- বক্তা কে ?
উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন ?
৮.৩ “খাওয়ায় আমার লােভ নেই। ডায়েটিং করি।” —
বক্তা কে ? তার ডায়েটিং-এর পরিচয় দাও। ১+৪ = ৪
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে ?
Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও ৫x১=৫
১০.১ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করাে।
১৯.২ তােমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ’ল – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।
১১।কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে ?
১১.১ বিজ্ঞানের ভালাে মন্দ
১১.২ একটি ভ্রমণের অভিজ্ঞতা
Madhyamik Question Paper PDF |
English Version |
Bengali Version |
Bengali 2020 |
==== |
Madhyamik Question Paper 2020 | ||
Subject wise List | ||
1 | Urdu | |
2 | Bengali | |
3 | Hindi | Click |
4 | English | |
5 | Mathematics | |
6 | Life Science | |
7 | Physical Science | |
8 | Geography | |
9 | History |